পাইস্কা সরকারী প্রাথমিক বিদ্যালয় টাংগাইল জেলার ধনবাড়ী উপজেলার,ভাতকুড়া গ্রামে অতন্ত্য মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়টি অতন্ত্য পুরাতন। এখানে তিনটি ভবন রহিয়াছে। ভবন গুলোতে বর্ষাকালে পানি পড়ে। অভিজ্ঞ শিক্ষক মন্ডলীদ্বারা বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে।
টাংগাইল জেলাধীন, ধনবাড়ী উপজেলার ৩নং পাইস্কা ইউনিয়নের শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গের সহযোগীতায় প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু করা হয়। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়টি স্থানীয় জনগনের সহযোগীতায় পরিচালিত হয়। পরবর্তীতে ১৯৭৩ ইং সনে বিদ্যালয়টি জাতীয় করন করা হয়। বিদ্যালয়টিুপাইস্কা উচ্চ বিদ্যালয় সংলগ্ন। বিদ্যালয়টির জমির পরিমান ৫০ শতাংশ। বিদ্যলিয়টির উপর উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি থাকলে উত্তরোতর উন্নতির দিকে এগিয়ে যাবে।
ক্রমিক নং | নাম | পদবী | ঠিকানা |
১ | মোঃ ইসমাইল হোসেন | সভাপতি | গ্রাম-বিলপাইস্কা |
২ | মোঃ গাজীবর রহমান | সহ-সভাপতি | গ্রাম-ভাতকুড়া, |
৩ | মোঃ হাবিব উদ্দিন | সদস্য | গ্রাম-বাদুরিয়া, |
৪ | মোঃ আজহারুল ইসলাম | সদস্য | গ্রাম-বিলপাইস্কা, |
৫ | মোছাঃ শাহিদা আলম | সদস্য | গ্রাম-হরিপুর, |
৬ | মোঃ তারুয়ার হোসেন | সদস্য | গ্রাম-ভাতকুড়া, |
৭ | স্মৃতি রাণী ঘোষ | সদস্য | গ্রাম-পাইস্কা বাজার, |
৮ | মোছাঃ বিউটি বেগম | সদস্য | গ্রাম-হরিপুর, |
৯ | মোঃ নাছির উদ্দিন | সদস্য | গ্রাম-বর্নিচন্দবাড়ী, |
১০ | সাবেহা সুলতানা | সদস্য | গ্রাম-ভাতকুড়া, |
সাল | অংশ গ্রহনকারী | কৃতকার্য | পাশের হার |
২০০৮ | ২৬ | ২৬ | ১০০% |
২০০৯ | ২১ | ২১ | ১০০% |
২০১০ | ৩১ | ৩১ | ১০০% |
২০১১ | ৪০ | ৪০ | ১০০% |
২০১২ | ৩৫ | ৩৫ | ১০০% |
শ্রেনী | মোট ছাত্র সংখ্যা | সুবিধা ভোগীর সংখ্যা | কার্ড সংখ্যা একক | ||
মোট | বালিকা | মোট | বালিকা | ||
১ম | ৪২ | ২০ | ২৫ | ১৪ | ২৫ |
২য় | ৩৬ | ১২ | ২১ | ১৩ | ২১ |
৩য় | ৪২ | ১৯ | ১৭ | ০৯ | ১৭ |
৪র্থ | ৪৯ | ৩৩ | ২৩ | ১৬ | ২৩ |
৫ম | ২৫ | ১৬ | ০৯ | ০৪ | ০৯ |
মোট | ১৯৪ | ১০৪ | ৯৫ | ৫৬ | ৯৫ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস