পাইস্কা ইউনিয়নের ইতিহাস
টাংগাইল জেলাধীন ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়ন অবস্থিত। ১৯৮৬ সালে পরিষদটি স্থাপিত হইয়াছে। উত্তর ভাতকুড়া নিবাসী মরহুম নজর আলী ভারারীর দান কৃত জমির উপর পাইস্কা ইউনিয়ন পরিষদ অবস্থিত। ইউনিয়ন পরিষদের পূর্ব পাশ্বে কুইছামারা খাল এবং দক্ষিন পাশ্বে বৈরান নদী অবস্থিত থাকায় মনোরম পরিবেশে অফিস এর কাজ কর্ম পরিচালিত হইয়া আসিতেছে। ধনবাড়ী উপজেলার মাঝে পাইস্কা ইউনিয়নের শিক্ষার হার বেশী হওয়ায় যোগ্য চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যানের মধ্য হইতে পরবতীতে মরহুম হাবিবুর রহমান সংসদ সদস্য ও কাজী আসাদুজ্জামান প্রথম মধুপুর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন। পাইস্কা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন রানা মওলানা মোঃ আব্দুল হামিদ খান ভাষানী ২০১৩ স্বর্ন পদক প্রাপ্ত হন। তিনি বিগত ৩০/০৫/২০১৪ ইং তারিখে মত্যৃ বরণ করিয়াছেন। বর্তমানে মোঃ শফিকুল ইসলাম চেয়ারম্যান প্যানেল-১ সুন্দর ভাবে তাহার দায়িত্ব পালন করিয়া আসিতেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস