পাইস্কা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক সত্মরের (সহপাঠ) শিÿা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ধনবাড়ী সদর হইতে ৩ কিলোমিটার পশ্চিম দিকে ধনবাড়ী তারাকান্দি মহাসড়কের পাশে বৈরান নদীর তীরে মনোরম পরিবেশে ভাতকুড়া মৌজার প্রায় ০৫ একর জমির মধ্যে অবস্থিত। বিদ্যালয়টিতে পাঁচটি পাকা ভবনে ২০টি কÿএবং একটি আধা পাকা মসজিদ রয়েছে। ভবনগুলো এমন ভাবে সজ্জিত যে দেখতে ইংরেজী ওটহঅÿরের মত। ভবনগুলোর দÿÿণ পাশে বিদ্যালয় সংলগ্ন ৮০ সিট বিশিষ্ট দুইটি আধা পাকা ও একটি টিনের ছাত্রাবাস এবং প্রধান শিÿকের একটি বাস ভবন রয়েছে।বিদ্যালয়ের মাঠের পাশে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং মাঠ সংলগ্ন পাইস্কা ইউনিয়ন পরিষদের দুইটি পাকা ভবন রয়েছে। বিদ্যালয়টিতে ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণি পর্যমত্ম মোট ১৪টি শ্রেণি শাখায় মোট ৮৫০ জন শিÿার্থী অধ্যয়নরত। বিদ্যালয়টিতে একটি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব আছে। শিÿার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লÿÿবিদ্যালয়ের ভবনে একটি গণকেন্দ্র পাঠাগার স্থাপন করা হয়েছে। বর্তমানে শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যমত্ম ওপাইস্কা উচ্চ বিদ্যালয় প্রাথমিক শাখাহ হিসাবে মর্নিং শিফট চালু আছে যা বিদ্যালয় নিয়ন্ত্রাধীন। বর্তমানে ১৭ জন শিÿক ও ৫ জন কর্মচারীসহ মোট ২২ জন কর্মরত । বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর হতেই এতদ অঞ্চলে শিÿা বিসত্মারে এক অনন্য ভূমিকা রেখে চলেছে ।
ব্রিটিশ শাসন কালে ব্যবসা বাণিজ্যের দিক থেকে পাইস্কা একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা ছিল। এই এলাকায় মরহুম হাবিবুর রহমান, মরহুম রমজান আলী তালুকদার, মরহুম মোগল বকল, মরহুম নবাব আলী সরকার প্রমূখ বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গের প্রতিষ্ঠায় ১৯৩২ খ্রিষ্টাব্দে নিউস্কিম মাদ্রাসা হিসাবে মরহুম নজর মামুদ ভারারী সাহেবের জমির উপর প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠত হয়। প্রতিষ্ঠার পর হতেই এলাকা বাসীর সহযোগীতায় সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়। ব্রিটিশ শাসন অবসান হলে নিউস্কিম প্রজেক্ট বিলুপ্তি ঘটে ফলে মাদ্রাসা পরিচালনার ÿÿত্রে কিছুটা বিঘ্নতার সৃষ্টি হয়। মাদ্রাসা শিÿা ও আধুনিক শিÿার গুরম্নত্ব উপলদ্ধি করে ১৯৫৭ খ্রিষ্টাব্দে মাদ্রাসাটিকে মাধ্যমিক বিদ্যালয়ে রূপামত্মরিত করার জন্য এলাকাবাসী ঐক্যমতে পৌছেন। তখন হতেই প্রতিষ্ঠানটি পাইস্কা উচ্চ বিদ্যালয় হিসেবে স্বীকৃত। বিদ্যালয়টি ষাট, সত্তর, আশির দশকে ফলাফলের দিক থেকে টাংগাইল জেলার সরকারী ও বেসরকারী বিদ্যালয়ের মধ্যে অদ্বিতীয় ছিল। এদত অঞ্চলের বিদ্যোৎসাহী ব্যক্তি বর্গের প্রতিষ্ঠায় মেধাবী ও দূরের ছাত্রদের আবাসনের জন্য ১৯৭৯ খ্রিষ্টাব্দে ৪০ সিট বিশিষ্ট ছাত্রবাস তৈরী করা হয়। পরবর্তীতে উহা বর্ধিত করে ৮০ সিটে উন্নীত করা হয়। ধনবাড়ী উপজেলার মধ্যে একমাত্র পাইস্কা উচ্চ বিদ্যালয়ে ছাত্রবাস আছে। প্রশাসনিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে বিদ্যালয়ের আঙ্গিনায় ১৯৭৩ খ্রিষ্টাব্দে প্রধান শিÿকের বাসভবন তৈরী করা হয়। ছাত্রদের নৈতিক চরিত্র গঠনের লÿÿ নিয়মিত আলস্নাহর দরবারে প্রার্থনা করার জন্য বিদ্যালয় প্রঙ্গনে ১৯৩২ খ্রিষ্টাব্দে মসজিদ স্থাপন করা হয়। বিদ্যালয়টিতে ২০০৯ খ্রি. হতে সহপাঠ কার্যক্রম চালু করা হয়েছে। বর্তমানে শিÿার্থীর সংখ্যা ৮৫০ জন । গত পাঁচ বছবে শিÿার্থীর গড় পাশের হার ৯১.৬৩% । সকল দিক বিবেচনায় বলা যায় এটি একটি আদর্শ বিদ্যাপীঠ।
এস.এস.সি.২০১০-৯৫.৮৯% এস.এস.সি.২০১১-৮৫.৫৮% এস.এস.সি.২০১২-৮৪.৪৩% এস.এস.সি.২০১৩-৯৬.৬৩% এস.এস.সি.২০১৪ ৯৩.০৭%
২০১৩- ০৩ জন
অনেক কৃত ছাত্র খেলোয়াড়,সংগীত শিল্পী তৈরী হয়েছে এই বিদ্যাপীঠ থেকে
পাশের হার ১০০% নিশ্চিত করা এবং আদর্শ প্রতিষ্ঠানে পরিনত করা।
ধনবাড়ী উপজেলাহইতে ৩ কিঃ মিঃ পশ্চিম দিকে মহাসড়কের পাশ্বে অবস্থিত
১। মোঃ আজিজুর রহমান
২। মেঃ আব্দুর রাজ্জাক
৩। মোঃ মনিরম্নজ্জামান
৪। মোঃ শফিকুল ইসলাম
৫। বেলাল হোসেন
৬। ওসমান গনি
৭। শাহাদৎ হোসেন
৮। রফিকুল ইসলাম
৯। ইব্রাহীম হোসেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস