বিদ্যালয়টি ১টি দ্বিতল ভবন ও কাঁচা এবং অর্ধপাকা টিনের ঘর। ১টি মাঠ ও পুকুর আছে।
১৯৭১ সলে এলাকার কিছু শিক্ষানুরাজী ব্যাক্তি বর্গের ঐকাক্তিন প্রচেষ্টা অজপাড়া গায়ে বিদ্যালয়টি স্থাপিত হয়।
২০০৯-৫৯%, ২০১০-৮৪%, ২০১১-৮৭%, ২০১২-৮৫%, ২০১৩-১০০%।
বর্তমানে বিদ্যালয়ের ১০% ছাত্র ও ৩০% মেধাবী দরিদ্র শিক্ষাথীরা উপবৃত্তি পায়।
বিদ্যালয়টি পর্যায়ক্রমে পাশের হার ১০০% উন্নতি করছে।
ভবিষ্যৎতে বিব্যালয়টিতে মালটি মিডিয়া পদ্ধত্তিতে শিক্ষাদানের পরিকল্পনা আছে।
ধনবাড়ী বাসষ্ট্যান্ড হতে কেন্দুয়া রোড়, তারা পাগল মোড় উক্ত মোড় হতে অত্র বিদ্যালয়।
৪০ জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস