Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দরিচন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

দরিচন্দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের দরিচন্দবাড়ী গ্রামে অবস্থিত। বিদ্যালয়ের দÿÿন পাশ দিয়ে ধনবাড়ী-সরিষাবাড়ী পাকা রাসত্মাটি চলে গেছে। রাসত্মার পাশে দুটি অটো রাইচ মিল অবস্থিত। মিলের সাথে একটি ছোট বাজার আছে। পশ্চিম দিকে একটি মসজিদ আছে। পূর্ব দিকে গ্রামের অংশ এবং উত্তর দিকে বাদুরিয়া গ্রাম অবস্থিত। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত। ৩টি ভবনের মধ্যে ২টি পাকা ও একটি আধা পাকা। বিদ্যালয়ের সম্মূখে একটি খেলার মাঠ আছে। মাঠের পশ্চিম পাশে সীমানা প্রাচীর আছে। মোট ৮টি কÿÿর মধ্যে ৭টি শ্রেণী কÿ ও একটি অফিস কÿ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। শিÿক সংখ্যা ৭ জন। মোট ছাত্রছাত্রীর সংখ্যা ২৫৮ জন। শিশু শ্রেণি হতে পঞ্চম শ্রেণি পর্যমত্ম ক্লাস হয়। সকাল ৯.৩০ থেকে ৪.১৫ পর্যমত্ম পাঠদান চলে। বিদ্যালয়ের ফলাফল সমেত্মাষ জনক। প্রতি বছরই বিধ্যালয় থেকে বৃত্তি পেয়ে থাকে। এক কথায় বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়।